রাজশাহীতে মহান বিজয় দিবসের শহীদদের স্মরণ করলেন আরএমপি’র কমিশনার

লেখক:
প্রকাশ: 1 week ago

 

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহীতে আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন।
আজ ১৬ ডিসেম্বর ২০২৪ “মহান বিজয় দিবস”। এ দিবস উপলক্ষ্যে সকাল ৬.৪২ টায় রাজশাহী কোর্ট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহম্মদ আবু সুফিয়ান মহোদয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় রাজশাহী পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর পুলিশ কমিশনার মহোদয় রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধে পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে আত্মত্যাগকারী শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী পুলিশ সদস্যসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
একটা সময় আরএমপি পুলিশ কমিশনার সহ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!