শাজাহানপুরে মাদরাসা শিক্ষার্থী দিয়ে রাস্তায় কালেকশন; সড়ক দুর্ঘটনায় ১ শিক্ষার্থী নিহত

লেখক:
প্রকাশ: 3 months ago

 

আব্দুল হান্নান
বগুড়া জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (২৩ ) জানুয়ারী বিকাল ৫ ঘটিকায় বগুড়া শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া মাদরাসা গেটে এ ঘটনা ঘটে।

নিহত মুসাব্বির (১০) উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের আজিজুর রহমানের ছেলে। সে ক্ষুদ্র ফুলকোট ইসলামীয়া হাফেজিয়া মাদরাসা ও ইয়াতীমখানায় হিফজ বিভাগে পড়তো।

মাদরাসা সভাপতি আবুল কাসেম সরকার জানান, নিহত মুসাব্বির মাদরাসা মাহফিলের টাকা কালেকশনের জন্য অন্য ছাত্রদের সাথে বি-ব্লক – বৃ-কুষ্টিয়া ব্রিজ সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ছিল। কাঁচামালের ভ্যান ছাত্ররা দাঁড় করালে ভ্যান থেকে কাঁচামালের বড় একটি বস্তা উল্টে তার উপরে পরে যায়। আহত মুসাব্বিরকে বি-ব্লক ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে নিতে বলেন। পথিমধ্যে সে মারা যায়। ভাগ্যে ছিল তাই এমনটা হয়েছে। পরিবার ভাগ্য স্বিকার করে নিয়েছে। তবে শিক্ষার্থীদের দিয়ে আর এমন কাজ করা হবে না বলে তিনি অঙ্গিকার করেন।

গণমাধ্যম কর্মিরা সংবাদ সংগ্রহে নিহত মুসাব্বিরের বাড়িতে গেলে স্থানীয় লোকজন বাঁধা দেন। তারা বলেন মাদরাসার ক্ষতি এমন কোন কাজ তারা করবে না। মাদরাসা কর্তৃপক্ষ নিহতের পরিবারের সাথে আপোষ করেছে এবং নিহত মুসাব্বিরের নামে মাদরাসার নাম পরিবর্তন করে রাখা হবে।

এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিতে এটি একটি গর্হিত কাজ। এলাকাবাসী শিক্ষার্থীদের দিয়ে কালেকশন বন্ধের জোর দাবী জানায়।

 
error: Content is protected !!