মো: মনিরুল ইসলাম কুষ্টিয়া সদর থানা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪
———————————————–
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসিসহ বিভিন্ন একাডেমিক ভবন থেকে পানির ট্যাপ চুরির ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর প্রথমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ওয়াশরুম থেকে শিক্ষার্থীর ছদ্মবেশে অভিনব কৌশলে পানির ট্যাপ চুরি হয়েছে বলে জানান নিরাপত্তা কর্মী।
শনিবার বিভিন্ন ভবনের সিসি ক্যামেরার ফুটেজ “দৈনিক যুগবাহক” সদর থানা প্রতিনিধির কাছে এসেছে। অভিনব কৌশলে চুরি হওয়ার বিষয়ে নিরাপত্তা কর্মী জাহাঙ্গীর আলম জনি নিশ্চিত করেছে।
তিনি জানান, টিএসসিসি, ব্যবসায় প্রশাসন ভবন, অনুষদ ভবন, ওয়াজেদ মিয়া ভবন, মীর মোশাররফ হোসেন ভবন ও রবীন্দ্র নজরুল কলা অনুষদের ওয়াশরুম থেকে পানির ট্যাপ চুরি হয়। তবে চোরকে এখনও সনাক্ত করা যায়নি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে (অফিসার ইনচার্জ) থাকা মিজানুর রহমান বলেন, বিভিন্ন ভবনে ২ জন করে নিরাপত্তা কর্মী দেওয়া আছে। সিসি ক্যামেরায় দেখা যায় যে একজন ব্যক্তি শিক্ষার্থীদের মতো ছদ্মবেশ ধারণ করে সামনে ব্যাগ ঝুলিয়ে বিভিন্ন ভবনে আসা যাওয়া করতে দেখা যায়। প্রত্যেকটা ব্যাগ চেক করা তো সম্ভব না। আমি থানার সহয়তা নিয়ে জিডি করব। সনাক্তকরণে তৎপরতা চলতেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ছাত্র ছদ্মবেশে অফিস টাইমে এরকম চুরির ঘটনা ঘটতেছে। নিরাপত্তা কর্মীদের এখানে দোষারোপ করার মতো কোনো স্কোপ নেই। সিসিটিভি ফুটেজ দেখলাম ভরদুপুরে চুরি করতেছে। সব ভিডিও ফুটেজ ইবি থানায় পাঠিয়েছি, দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলতেছে।