শেরপুরে বিজয় দিবসে সকল পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন

লেখক:
প্রকাশ: 1 week ago

 

জহুরুল ইসলাম জপি
শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবসে ভোর থেকে নানা পেশার মানুষের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পা অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি সহ নানা পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক করেন।
পরে জেলা বিএনপির আহবায়ক মোঃ হজরত আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলী , বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের হাজার,হাজার নেতাকর্মীদের অথৈই সাগরে ফেলে পালিয়েছে তাদের সৈরাচারী নেত্রী শেখ হাসিনা ৷ কিন্ত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো পালায় না, ওয়ান এলিভেনে নেত্রীকে বিদেশ পাঠাতে চেষ্টা করেও পাঠাতে পারেনি। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা কে ধরে এনে গুমখুন সহ সকল হত্যার বিচার করা হবে দেশের মাটিতে। এ সময় আরও বক্তব্য রাখেন, সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আওয়াল চৌধুরী, শহর বিএনপির সভাপতি, মামুনুর রশীদ পলাশ প্রমুখ। এছাড়া বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

 
error: Content is protected !!