আজ ১০ই নভেম্বর সরকারি বাঙলা কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান এর অনুমতি সাপেক্ষে যাত্রা শুরু করলো “বই-বিহঙ্গ, সরকারি বাঙলা কলেজ শাখা।” গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাঙলা কলেজ শাখার উদ্বোধন করা হয়। এবং আজ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি বাঙলা কলেজ শাখা তাদের কার্যক্রম শুরু করে।
সরকারি বাঙলা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষিকা প্রফেসর মালেকা পারভীন কে ” বই-বিহঙ্গ, সরকারি বাঙলা কলেজ শাখা” এর সার্বিক দায়িত্ব ভার দেয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বই-বিহঙ্গের সদস্য সংগ্রহ বুথ ঘিরে শতাধিক পাঠক-পাঠিকার ভীড়। তাদের সবাইকেই এই পদক্ষেপ নিয়ে উৎফুল্লতা প্রকাশ করতে দেখা যায়।
সরকারি বাঙলা কলেজ শাখার শাখা প্রতিনিধি মো রাশিদুজ্জামান রুদ্র এর সাথে কথা বললে তিনি জানান, “দীর্ঘ দিন বাঙলা কলেজে বই বা পাঠক কেন্দ্রীক কোনো সংগঠন, পাঠক দল না থাকায় বই পড়ার কালচার অনেকটাই ম্রিয়মান। তবে এখন এই নতুন বাংলাদেশে সময় এসেছে মন মত বই পড়ার, বই বোঝার, বই নিয়ে মত প্রকাশের। শক্তিশালী পাঠক দল তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
আরেক শাখা প্রতিনিধি মো আলমগীর হোসেন জানান, ” বই-বিহঙ্গ,সরকারি বাঙলা কলেজ শাখা নিয়মিত বই আদান প্রদান, বই নিয়ে আলোচনা ও মতামত লেখার কাজ করবে। এবং খুব দ্রুত বাঙলা কলেজ কিছু নবীন লেখকও পেতে চলেছে।”
কার্যক্রম চলাকালীন সময়ে বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষক-শিক্ষিকারাও এই পদক্ষেপের সাধুবাদ জানান।