আব্দুল হান্নান
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় প্রাইভেটকার দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি মনোয়ারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) ও জয়পুরপাড়ার বাবুল ইসলাম (৫৭), সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
পুলিশ আরো জানান, বিকালে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২০-৫৪৮৩) যোগে বগুড়ায় ফিরছিলেন নজরুল ইসলাম ও বাবুল ইসলাম। সদর উপজেলার গোকুল বাজার এলাকায় গাড়ীটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তারা ২ জন মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।